চট্টগ্রামের পটিয়া উপজেলায় বড়ভাইয়ের ছুরিকাঘাতে ছোটভাই আবুল কালাম (৫০) নিহত হয়েছেন। তার বাবার নাম আহমেদ জালাল।
বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে আটটায় পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের পান্নাপাড়া গ্রামের শফি মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক আলাউদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের পান্নাপাড়া গ্রামে শফি মেম্বারের বাড়িতে জমির বিরোধ নিয়ে বুধবার সকাল সাড়ে আটটার দিকে কয়েকজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আবুল কালামকে ছুরিকাঘাত করেন তার বড় ভাই আবু মুসা। ঘটনাস্থলেই আবুল কালামের প্রচুর রক্তক্ষরণ হয়। আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে।’
আইএমই/এমএফও