ভাইয়ের ছবি হাতে হাসপাতালে ঘুরছে ভাই, স্ত্রীকে ঘরে ফেরার কথা দিয়েই মোবাইল বন্ধ

0

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে ও জরুরি বিভাগে ভাইয়ের সন্ধান করছে রাসেল। বড় ভাইয়ের ছবি হাতে রাসেল ঘুরছেন চমেকের বিভিন্ন ওয়ার্ডে।

রাসেলের বড় ভাই আবুল হাশেম (৪৫) সীতাকুণ্ডের বিএম ডিপোতে ট্রাক নিয়ে পণ্য লোড-আনলোডের কাজ করতেন।

রাত সাড়ে ১০টার সময় স্ত্রীকে কল দিয়ে আবুল হাশেম বলেন, ‘এখানে আগুন লেগেছে। আজকে কাজ হবে না। আমি বাড়িতে চলে আসছি।’

বাড়িতে চলে আসার কথা বললেও আবুল হাশেম আর ঘরে ফিরেননি। কল করার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। এক মেয়ে ও দুই সন্তানের জনক হাশেম দশ বছর ধরে ওই ডিপোতে কাজ করছেন বলে জানায় তার পরিবার।

আবুল হাশেমের পিতার নাম ছগির আহমদ। তিনি সীতাকুণ্ডের কুমিরার ইলিয়াস পাম্প এলাকায় বসবাস করতেন।

Yakub Group

আবুল হাশেমের ভাই রাসেল চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ভাবিকে বাড়িতে আসবেন বলেছিলেন আমার ভাই। এরপর আর মোবাইলে কল যাচ্ছে না। বাড়িতেও আসেনি। তাই মেডিকেলে এসেছি খোঁজ নিতে।’

আইএমই/আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm