s alam cement
আক্রান্ত
১০২৩১৪
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৮

ভাঙা মঞ্চে দাঁড়িয়ে খালেদা জিয়ার মুক্তি চাইলো চট্টগ্রাম বিএনপির নেতাকর্মীরা

0

চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশের শুরুতেই মঞ্চ ভেঙ্গে পড়ার ঘটনা ঘটেছে। তবে এ সময় মঞ্চে থাকা নেতারা কেউ আহত হননি। শেষপর্যন্ত এই ভাঙা মঞ্চে দাঁড়িয়েই বক্তৃতা দিতে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে বাকলিয়ার কালা‌মিয়া বাজারস্থ কেবি কনভেনশন হলে এই ঘটনা ঘটে।

এ সময় মঞ্চে ছিলেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম নগর বিএন‌পির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম বক্কর প্রমুখ।

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে চট্টগ্রামের এই বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার ডা. মোশাররফ হোসেন। তবে মঞ্চ ভেঙ্গে পড়ার সময় তিনি মঞ্চে ছিলেন না।

প্রথমে নগরের সিআরবিতে এই বিভাগীয় সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছিল বিএনপির নেতারা। পরে সমাবেশের একদিন আগে সমাবেশের স্থান পরিবর্তন করে বিএনপি।

এআরটি/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm