ভয়াবহ আগুনে সাতকানিয়ায় ১২ বসতঘর পুড়ে ছাই

0

ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়ায় ১২টি বসতঘর ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা প্রাথমিকভাবে ধারণা করছেন অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সাতকানিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের হরম ফকিরের বাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা হলেন, নুরুল আমিন, ফজল করিম, মো. জাফর, আবুল বশর, কামাল হোসেন, নুর নাহার, আনোয়ার হোসেন, সামছুল হক, কবির আহমদ, ফকির আহমদ, নুরুল আলম ও মাস্টার হারুন।

উপজেলার সাতকানিয়া রাস্তার মাথায় অবস্থিত ফায়ার স্টেশনের কর্মকর্তা হুমায়ুনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন প্রাথমিকভাবে ধারণা করছেন রান্নাঘরের চুলা হতে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ লক্ষাধিক টাকার মত বলে জানান তিনি।

সাতকানিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমিশনার মো. খোরশেদ আলম ১২ বাড়িতে অগ্নিকাণ্ডের কথা স্বীকার করে বলেন, অগ্নিকান্ডের ঘটনায় আনুমানিক ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm