মিঠাপানির বিপন্ন প্রজাতির ডলফিনের অন্যতম আবাসস্থল চট্টগ্রামের হালদা নদী থেকে আবারও মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। হালদা নদীর হাটহাজারী উপজেলার আকবরিয়া এলাকায় মৃত ডলফিনটিকে ভাসতে দেখা যায়।
পরে সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে নৌ পুলিশ, হাটহাজারী উপজেলা প্রশাসন এবং আইডিএফ হালদা নদী থেকে ডলফিনটির মরদেহ উদ্ধার করে। ডলফিনটির দৈর্ঘ্য ৩ ফুট এবং ওজন প্রায় ১৫ কেজি।
ডলফিনটিকে রাম দাস মুন্সির হাট এলাকায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম এবং নৌ-পুলিশের সাব-ইন্সপেক্টর আশরাফুলের উপস্থিতিতে স্থানীয়ভাবে মাটিচাপা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম বলেন, হালদা থেকে ৩৩তম ডলফিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ডলফিনের দেহটি পচে যাওয়ায় মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হয়নি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, ডলফিনটির দেহ পচে গেছে। কীভাবে ডলফিনটি মারা গেছে তা বোঝা যাচ্ছে না।
তিনি আরও বলেন, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত হালদা নদী থেকে ৩৩টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
এর আগে ২৪ অক্টোবর হালদা নদী থেকে মৃত অবস্থায় আরও একটি ডলফিন উদ্ধার করা হয়। ৪ অক্টোবর হালদা নদীর রামদাস মুন্সিহাট এলাকা থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়। এছাড়াও ৩০ সেপ্টেম্বর ৫৯ ইঞ্চি দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত বিপন্ন প্রজাতির মিঠাপানির ডলফিন হালদায় রয়েছে।
আরএম/এমএহক