ব্যস্ত সড়কে চলছিল অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা। ট্রাফিক পুলিশ দেখতে পেয়ে সেটি জব্দ করে রেকার দিয়ে নিয়ে যাচ্ছিল। ওই মুহূর্তে বাধা হয়ে দাঁড়ায় ৫০ থেকে ৬০ জনের একটি দল। ‘মব’ সৃষ্টি করে পুলিশ সদস্যের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া হয় সেই অটোরিকশাটি। এ সময় অটোরিকশার কাঁচ ভেঙে দেয় তারা।
মঙ্গলবার (৭অক্টোবর) দুপুরে নগরীর পতেঙ্গার কাঠগড় এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।
হামলায় আহত পুলিশ সদস্য হলেন ট্রাফিক কনস্টেবল রেকার অপারেটর নজরুল ইসলাম।
স্থানীয়রা জানান, গাড়িটি রেকার দিয়ে নিতে গিয়ে বাধা সম্মুখীন হন ট্রাফিক কনস্টেবল নজরুল। ৫০-৬০ জনের একটি দল ‘মব’ সৃষ্টি করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাকে। এরপর তারা লাঠি দিয়ে অটোরিকশার কাঁচ ভেঙে দেয়। হামলা করে নজরুলের ওপর। ওই সময় ঘটনাস্থলে একজন ট্রাফিক পুলিশ সার্জেন্ট ও একজন ট্রাফিক পুলিশ সদস্য ছিলেন। তবে তারা কিছুই করতে পারেননি।
নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক বন্দর) কবীর আহমেদ বলেন, অবৈধ অটোরিকশা কাঠগড় এলাকার ব্যস্ততম সড়কে চলাচল করলে পুলিশ সেটি আটক করে। এসময় মব সৃষ্টি করে একটি দল পুলিশের ওপর হামলা চালায়। এতে এক সদস্য আহত হন। তারা গাড়িটি ছিনিয়ে নিয়ে যায়।এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মধ্যরাতে নগরীর পতেঙ্গা আউটার রিং রোডে ‘মব’ সৃষ্টি করে চেকপোস্টে দায়িত্বরত ইউসুফ আলী নামে পুলিশের এক উপ-পরিদর্শক দুর্বৃত্তের হামলার শিকার হন। এসময় তার মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। তাকে ভুয়া পুলিশ বলে মব সৃষ্টি করে এবং হামলাকারীদের জোড়ো করা হয়। পরে পুলিশ গিয়ে এসআই ইউসুফকে উদ্ধার করে এবং মব সৃষ্টিকারী দুজনকে গণধলোই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।
আরএ/ডিজে