মায়ের চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী শাজমিলা জিসমাম। এই ঘটনায় তার মা ড. শিরিন আরা চৌধুরী গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, ঈদুল আজহার দিন দুপুরে কলকাতার সড়কে জেব্রা ক্রসিং হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস মা-মেয়েকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় দু’জনকে কলকাতা পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল মঙ্গলবার না ফেরার দেশে পাড়ি জমান। তবে ড. শিরিন চৌধুরীর অবস্থা আশঙ্কামুক্ত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সেলিনা আখতার বলেন, চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের নিয়ে ভারত গিয়েছিলেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক শিরিণ চৌধুরী। কিন্তু ঈদের দিন কলকাতার রাস্তা পার হওয়ার সময় মা-মেয়েকে বাস চাপা দেয়। দুইজনকে হাসপাতালে ভর্তি করালে দুইদিন মৃত্যুর সাথে লড়ে গতকাল মারা যান ড. শিরিণের মেয়ে শাজমিলা। এ ঘটনায় ড. শিরিণও মারাত্মকভাবে আহত হন। তবে তিনি শংকামুক্ত আছেন। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
এর আগে গতকাল ভোরে চট্টগ্রামের হালিশহর এলাকার বাসভবনে বাথরুমে অচেতন অবস্থায় পাওয়া যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের মাহতাবকে। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।
এমআইটি/এমএহক