চট্টগ্রামের মিরসরাইয়ে বিজয় দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগে ডে-নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে নানা ভাইয়ের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আহরামুল্লাহ মাদবার বাড়ি দল।
সোমবার (১৬ ডিসেম্বর) জামায়াতে ইসলামী মঘাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তিনঘরিয়াটোলা শাখার উদ্যোগে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের সার্বিক তত্বাবধানে ছিলেন জামায়াতে ইসলামী মিরসরাই থানা যুববিভাগের সাবেক সহ-সভাপতি আহমেদ রাকিব ও যুবনেতা রেজাউল করিম।
ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা শাখার সেক্রেটারী জেনারেল আব্দুল জব্বার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক নেতা তৌহিদুল ইসলাম মুসাফির মীর, মঘাদিয়া ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা নাসির, সভাপতি মো. শহিদ, সেক্রেটারি ডা. নুর উদ্দিন, আবুতোরাব ফাজিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা নজরুল ইসলাম, উত্তর জেলা যুবদল নেতা মিল্লাত চৌধুরী, উত্তর জেলা ছাত্রদল নেতা আমজাদ হোসেন, সাবেক উপজেলা ছাত্রদল নেতা আনোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. মামুন, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা ইকরাম হোসেন, ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাবেদ ভুঁইয়া, সেক্রেটার আরিফ হোসেন খোকা ও ফজলুল হক।
আয়োজকরা বলেন, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১ নম্বর ওয়ার্ডের তিনঘরিয়াটোলা জামায়াতের উদ্যোগে যুব সমাজকে বিভিন্ন অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে ডে-নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
ডিজে