এক যুগ পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চট্টগ্রামে

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামি ধরা পড়লো এক যুগ পর। চট্টগ্রাম নগরীর বন্দর থানার গণধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছোটন বিশ্বাস প্রকাশ সেতুকে (৩৯) হালিশহর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

সেতু নগরের বন্দর থানার আকমল আলী রোডের দ্বিজেন্দ্র লাল বিশ্বাসের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন জানান, বন্দর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছোটন বিশ্বাস প্রকাশ সেতু এক যুগের বেশি সময় আত্মগোপনে ছিল।

নগরীর হালিশহর থানাধীন বড়পোল এলাকায় ছোটন বিশ্বাস অবস্থান করছে, এরকম সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে অভিযান চালিয়ে র‌্যাব তাকে গ্রেপ্তার করে।

বুধবার (১৮ ডিসেম্বর) তাকে থানায় সোপর্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা পুলিশের।

আইএমই/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm