বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য চট্টগ্রামের সাবেক এমপি এমএ লতিফের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত শুনানি শেষে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম তৃতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মফিজুল হক ভূঁইয়া।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে নগরীর নিউমার্কেট এলাকায় দুষ্কৃতকারীরা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, রড, কিরিচ নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা করে। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাফহীমুল ইসলাম আহত হন। এ ঘটনায় ৭৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১ হাজার থেকে ১২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন তিনি। সাবেক এমপি লতিফ ওই মামলার ২৩ নম্বর আসামি।
এরপর বায়েজিদ বোস্তামী মাজার গেট এলাকা থেকে গত ১৭ আগস্ট এমএ লতিফকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ।
আইএমই/ডিজে