s alam cement
আক্রান্ত
৩৯৪৯৪
সুস্থ
৩৩৮৯৫
মৃত্যু
৩৮৫

মিরসরাইয়ে হিন্দু বাড়িতে আগুনের ঘটনায় মামলা

0

চট্টগ্রামের মিরসরাইয়ে মায়ানী ইউনিয়নে হিন্দু বাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে ৬ বসতঘর পুড়ে যাওয়ার ঘটনায় মামলা করেছে ক্ষতিগ্রস্থ পরিবার।

সোমবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্থ জয়দেব শীল বাদি হয়ে মিরসরাই থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, অজ্ঞাতনামা লোকজন পূর্বশত্রুতাবশত ঘরে আগুন লাগাতে পারে। এর পূর্বেও কিছু লোকজন পরিবারগুলোকে হুমকি ধামকি দিয়েছে।

এ বিষয়ে মিরসরাই থানার ওসি (অপারেশন) দিনেশ চন্দ্র দাশ গুপ্ত জানান, সোমবার ১১টার দিকে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পক্ষে জয়দেব শীল অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত চলাকালীন সময়ে কিছু বলা যাচ্ছে না। তদন্তের পর আমরা প্রকৃত ঘটনা জানতে পারবো।

এদিকে, মামলার বাদি জয়দেব শীলের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার চেণ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

Din Mohammed Convention Hall

উল্লেখ্য, শনিবার (২৭ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার নাগাদ উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামের মনু ভূঁইয়া পাড়ার শীল বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ৬ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm