s alam cement
আক্রান্ত
৭৮৪৩৬
সুস্থ
৫৪৬১৮
মৃত্যু
৯৩২

মুরগির খামারে লুকিয়ে ছিল ১৫ ফুট লম্বা অজগর

0

কয়েকদিনের টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে লোকালয়ে নেমে এসেছে অজগর সাপ। চট্টগ্রামের পটিয়ায় বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ১৫ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেন স্থানীয়রা। উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড কালি বাড়ির সামনে বিষ্ণু দাশের মুরগির খামার থেকে এ অজগরটি উদ্ধার করা হয়।

বিষ্ণু দাশ জানান, সকালে মুরগির খামারে কাজ করতে গেলে একটি বিশালাকৃতির অজগর সাপ চোখে পড়ে তার। এসময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে জড়ো হয়।

পরে স্থানীয়রা বন বিভাগে খবর দিলে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমানের সাপটি উদ্ধার করে চট্টগ্রাম দক্ষিণ বন বিটের শ্রীমাই গভীর জঙ্গলে ছেড়ে দিতে বলেন। পরে স্থানীয়রা অজগরটি বনে অবমুক্ত করে দেন।

এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান জানান, অজগরটি বিষ্ণু দাশের মুরগির খামার থেকে উদ্ধার করে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm