মেডিকেলে আহতদের পাশে চট্টগ্রাম সিটি মেয়র

0

সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের দেখতে গভীর রাতে ছুটে গেছেন চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

শনিবার (৪ মে) দিবাগত রাত ২টায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

দূর্ঘটনায় আহতদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদানে মেডিকেলের চিকিৎসকদের আহবান জানান।

এ সময় মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ওষুধসহ চিকিৎসা সামগ্রী প্রদান করেন।

আহতদের চিকিৎসায় চসিকের চিকিৎসক ও নার্সদের এগিয়ে আসার নির্দেশনা প্রদান করেন তিনি।

Yakub Group

এছাড়া তিনি চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটকে প্রয়োজনীয় রক্ত সরবরাহের নির্দেশনাও প্রদান করেন।

মেয়র এ সময় বলেন, ‘সিটি করপোরেশন সকল দূর্যোগের সময় সাধারণ মানুষের পাশে ছিলো এবং থাকবে।
তিনি এই ভয়াবহ অগ্নিকাণ্ডে দূর্গতদের পাশে যে সকল চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবী, শিক্ষার্থীসহ এগিয়ে আসছে তাদের আমরা ধন্যবাদ জানাই।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm