s alam cement
আক্রান্ত
৫৯৯৯৯
সুস্থ
৪৯৬০৮
মৃত্যু
৭১১

যে তারিখে টিকার নিবন্ধন করবেন চট্টগ্রামের বিদেশগামীরা

করোনার টিকার নিবন্ধন শুরু

0

বিদেশগামী কর্মীদের করোনা টিকার আওতায় আনার কার্যক্রম শুরু করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত জেলা কর্মসংস্থান অফিসে নাম নিবন্ধন করেছেন তারা সুরক্ষা অ্যাপ বা www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে টিকার নিবন্ধন করে টিকা নিতে পারবেন।

নির্দেশনা অনুসারে শুক্রবার (২ জুলাই) থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকার এই নিবন্ধন কার্যক্রম চলবে।

এতে বলা হয়, ২ ও ৩ জুলাই শুধুমাত্র চট্টগ্রাম সিটি করপোরেশনের বিদেশগামীরা নিবন্ধন করতে পারবেন।

অন্যদিকে ৪ জুলাই বোয়ালখালী, কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার বিদেশগামীরা নিবন্ধন করতে পারবেন। এভাবে ৫ জুলাই হাটহাজারী ও রাউজান উপজেলা, ৬ জুলাই রাঙ্গুনিয়া, পটিয়া ও চন্দনাইশ উপজেলা, ৭ জুলাই ফটিকছড়ি ও সীতাকুণ্ড উপজেলা, ৮ জুলাই সাতকানিয়া ও সন্দ্বীপ উপজেলা এবং ৯ জুলাই লোহাগাড়া, বাঁশখালী ও মিরসরাই উপজেলার বিদেশগামীরা নিবন্ধন করতে পারবেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা ২০২১ সালের আগে জেলা কর্ম সংস্থান অফিসে নাম নিবন্ধন করেছেন তাদেরকে ‘আমি প্রবাসী’ অ্যাপে নিবন্ধন করতে হবে প্রথমে। তারপর সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে টিকা নিতে পারবেন। অথবা সরাসরি আগ্রাবাদ জেলা কর্ম সংস্থান অফিসে নিবন্ধনের জন্য যেতে পারবেন। নিবন্ধনের জন্য পাসপোর্ট, ভিসা ও টিকিটের পাশাপাশি সরকার নির্ধারিত ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে।

Din Mohammed Convention Hall

বিএমইটির ডাটাবেজে নিবন্ধিত কর্মীরা সুরক্ষা অ্যাপে নিবন্ধন সফল হলে মোবাইলে ম্যাসেজের মাধ্যমে টিকার কেন্দ্র ও তারিখ জানানো হবে। ম্যাসেজ না পাওয়া পর্যন্ত জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে জমায়েত হয়ে টিকা পাওয়ার সুযোগ নেই। তাই কর্মীদের ম্যাসেজ না পাওয়া পর্যন্ত কোথাও ভিড় না করা অনুরোধ জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

প্রবাসীদের টিকার আওতায় আনতে ও টিকাদান প্রত্রিয়াকে সুষ্ঠ ও সুন্দর করার লক্ষ্যে একটি পরিকল্পনা হাতে নিয়েছে মন্ত্রণালয়।

বিএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm