রাউজানের ‘কালা জুয়েল’ ধরা, আওয়ামী ঘনিষ্ঠ থেকে এখন বিএনপির

বিএনপি নেতার ওপর হামলার মামলায় নাম

চট্টগ্রামের রাউজান এলাকায় বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় সন্ত্রাসী নুর উদ্দিন চৌধুরী জুয়েল ওরফে ‘কালা জুয়েল’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ শুক্রবার (১৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে। জুয়েল বিএনপির পদ স্থগিত থাকা ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।

শনিবার রাউজান থানা পুলিশ তাকে গ্রেপ্তার দেখানোর পর রোববার (১৯ অক্টোবর) আদালতে হাজির করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চেক প্রতারণা মামলার ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করা হলেও পরে গত ২৯ জুলাই বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকারের ওপর হামলার মামলায় জুয়েলকে গ্রেপ্তার দেখানো হয়।

স্থানীয়রা জানান, নুর উদ্দিন জুয়েল একসময় গহিরা কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ ফজলে করিম চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন। তবে ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর দলে যোগ দেন।

রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুয়েল দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ভয়ভীতি ও চাঁদার দাবিতে নানাভাবে হয়রানি করছিলেন বলেও জানা গেছে।

ksrm