কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রফিকের বাড়ির সামনের পাকা রাস্তায় এ অভিযান পরিচালনা করে উখিয়া থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তি মো. তৈয়ব (২৬) উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১০ ব্লকের বাসিন্দা, মৃত ছাব্বির আহমদের ছেলে।
উখিয়া থানা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তৈয়বকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি) এবং একটি তাজা গুলি উদ্ধার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানে অস্ত্রসহ রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
এএইচ/ডিজে


