s alam cement
আক্রান্ত
৫৩৭৫৩
সুস্থ
৪১৪৫৩
মৃত্যু
৬২৬

রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ যুব পরিষদে জুয়েল সভাপতি, কালাচাঁদ সাধারণ সম্পাদক

0

অ্যাডভোকেট জুয়েল দাশকে সভাপতি ও কালাচাঁদ ভট্টাচার্য সীমান্তকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রামের আনোয়ারা পাটনীকোঠা শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের স্বামী বিবেকানন্দ যুব পরিষদের কমিটি গঠন করা হয়।

আশ্রম পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী স্বপন দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল ঘোষ বাবুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়। কমিটিতে রানা দাশকে অর্থ সম্পাদক ও পাবেল দাশকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি দিলীপ চক্রবর্তী, রনজিত দাশ, সমরেশ দাশ, অধীর দাশ, বাবলা দাশ, দিবাকর দাশ, তবলু দাশ, গৌতম দাশ, সমীর দাশ, সুমন দাশ, রাজন দাশ, চন্দন বিশ্বাস, সৈকত শীল, কাঞ্চন সেন, রতন সেন, লিটন দাশ, উৎপল দাশ, বাপ্পি দাশ, রানা দাশ, মিটন দাশ, ছোটন দাশ, অনিক দাশ, মুন্না দাশ প্রমুখ।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm