রাস্তা পার হতে গিয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় পরীক্ষার্থীর মৃত্যু চট্টগ্রামে

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় রাস্তা পার হতে গিয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত শিক্ষার্থী অর্পন বড়ুয়া (২৫) চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের মৃত জাপান বড়ুয়ার ছেলে বলে জানা গেছে। তাঁর মায়ের নাম ঝর্ণা বড়ুয়া।

শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ। পাশাপাশি মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ শেখ ফরহাদ হোসেনও ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় ও ট্রাফিক সূত্রে জানা যায়, নিহত অর্পন বড়ুয়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। শুক্রবার তার বাংলা পরীক্ষা ছিল। পরীক্ষা কেন্দ্র ছিল কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী কলেজ। পরীক্ষা শেষে তিনি কলেজ থেকে বের হয়ে রাস্তা পার হতে গিয়ে ড্রাম ট্রাকের সাথে ধাক্কা লেগে সড়ক থেকে ছিটকে পড়েন।

Yakub Group

শহরগামী ওই অজ্ঞাত ড্রাম ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ বলেন, ‘দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm