s alam cement
আক্রান্ত
৫৩২৫১
সুস্থ
৪০০০১
মৃত্যু
৬১৪

রেলের তেল পাচার—৫০ লিটার ডিজেলসহ কর্মচারী ধরা

0

রেলের ইঞ্জিনের তেল পাচার করতে গিয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছেন এক কর্মচারী।

সোমবার (৩১ মে) সন্ধ্যায় নগরের ডবলমুরিং থানার ডিটি রোড কদমতলী এলাকায় খোলা বাজারে তেল বিক্রি করার সময় ডিজেল ভর্তি ড্রামসহ তাকে আটক করা হয়। এসময় পাচার চক্রের আরও কয়েকজন পালিয়ে যায়।

আটক কর্মচারী মাহবুবুল ইসলাম (৫০) রেলওয়ে সংকেত বিভাগে মেকানিক পদে কর্মরত বলে জানা গেছে।

রেলওয়ে সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রেলওয়ের কিছু অসাধু কর্মচারী কর্মকর্তাদের যোগসাজশে নানা উপায়ে তেল পাচার করে আসছিল। রেলওয়ে নিরাপত্তা বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় নিরাপত্তা বাহিনীর এসআই মাসুদুর রহমান ও এএসআই ইমন মজুমদারের নেতৃত্বে একটি টিম ড্রামে করে ডিজেল পাচারকালে পিছু নেয়। এসময় খোলা বাজারে বিক্রি করার সময় হাতে নাতে আটক করে রেল কর্মচারী মাহবুবকে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ ইন্সপেক্টর সালামত উল্লাহ জানান, ৫০ লিটার ডিজেলসহ মাহবুবকে আটক করা হলেও বাকি ২/৩ জন পালিয়ে যেতে সক্ষম হয়। আটক মাহবুবকে জিজ্ঞাসাবাদ করা হলে সে বাকিদের নাম জানিয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম গোপন রাখা হয়েছে। আসামি মাহবুবকে রেলওয়ে সম্পত্তি আইন ২০১৬ এর ৪ ধারায় মামলা দায়ের করে আজ (মঙ্গলবার) আদালতে চালান করা হয়েছে বলে জানান তিনি।

জেএস/এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm