s alam cement
আক্রান্ত
৫৮৭২৪
সুস্থ
৪৯১৭৭
মৃত্যু
৭০১

লোহাগাড়ায় ঘর ডাকাতি, আরও এক ডাকাত কারাগারে

0

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজানে ডাকাতির ঘটনায় আরও এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ডাকাতের নাম মো. শফি আলম (৩৮)। সে কক্সবাজার জেলার মহেশখালী পানিছড়া এলাকার মৃত সরু মিয়ার পুত্র।

বুধবার (৩০ জুন) দুপুরে গ্রেপ্তার শফি আলমকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

এরআগে মঙ্গলবার (২৯ জুন লোহগাড়া থানা পুলিশের একটি টিম মহেশখালী পানিছড়া এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়ে আসে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান, ১৮ জুন দিনগত রাতে কলাউজানের ফতেহ আলী সিকদার পাড়ার মাওলানা আবুল কাশেমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্থ মাওলানা আবুল কাশেম বাদি হয়ে ২০ জুন অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার সুত্র ধরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থেকে শফিকে গ্রেপ্তার করে। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করে শফিক। তাকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ডাকাতির ঘটনায় ২১ জুন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মোহছনিয়াকাটা তার শ্বশুরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দেশিয় তৈরি ৪টি অস্ত্র, ১৩ রাউন্ড তাজা কার্তুজ, ৩টি মোবাইল সেট, নগদ টাকাসহ আরেক ডাকাত নুরুল হাসেম প্রকাশ কাসেমকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।

Din Mohammed Convention Hall

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm