চট্টগ্রামের মিরসরাইয়ে নিজাম উদ্দিন (৭০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ওচমানপুর ইউনিয়নের আজমপুর বাজার এলাকায় তার বাসা থেকে রক্তাক্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে স্থানীয় জোরারগঞ্জ থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় ওচমানপুর কাঁচা বাজারের পাশে ফিড ও মসলার ব্যবসা করতেন ইউনিয়নের মরগাং এলাকার ছুট্ট মিয়ার ছেলে নিজাম উদ্দিন। বুধবার (৩১ মার্চ) রাতে বাজারের একটি দোতলা বিল্ডিংয়ের একটি কক্ষে ঘুমাতে যান তিনি। বৃহস্পতিবার পরিবারের লোকজন তার হদিস না পেয়ে বিকালে ঘরের দরজা ভেঙ্গে কক্ষে ঢুকে দেখতে পান খাট থেকে নিচে উপড় হয়ে পড়ে আছেন নিজাম। পরে তার স্বজনেরা পুলিশকে খবর দিলে সন্ধ্যায় পুলিশ রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।
জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিজাম উদ্দিন নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে মৃত্যু হয়েছে এখন বলা যাচ্ছে না।
এসএ