সাংবাদিকদের একটা ঠিকানা থাকতে হবে, অভিষেক অনুষ্ঠানে ফজলে করিম এমপি

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ আজ রোল মডেল। সাংবাদিকদরা পজেটিভ উদ্যোগ নেন। আপনাদের একটা ঠিকানা থাকতে হবে। সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। সবাই মিলে ভূমিকা রাখব। আমি সেবক, শাসক নই। এটা আমার দেশ। এই মাটিতে আমি মিশে যাব, এ দেশ আমার গর্ব। যাবার আগে দেশ ও দশের জন্য কিছু করতে চাই। আপনাদের পাশে থাকতে চাই। আসুন একযোগে দেশ গড়ার কাজ করি।’

বুধবার (১৯ জুলাই) রাতে নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে রাউজান সাংবাদিক পরিষদ, চট্টগ্রাম আয়োজিত নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলে করিম আরও বলেন, ‘রাউজান সাংবাদিক পরিষদ, চট্টগ্রামের এই উদ্যোগ অত্যন্ত ভালো। এই পরিষদ যেন দীর্ঘস্থায়ী হয়, সেই পরিকল্পনা করতে হবে। যাতে দেশের মানুষ ও সাংবাদিকদের নিজেদের উপকার হয়। দেশের সুনাম কিভাবে দেশসহ দেশের বাইরে তুলে ধরা যায় সেটি ভাবতে হবে। সাংবাদিক ভাইরা কিছু বিষয় তুলে ধরলে মানুষের চোখে পড়ে। সুন্দর বাংলাদেশ নির্মাণ ও মানুষের জন্য কিছু করার ইচ্ছায় আমি রাজনীতি করি। আমার কিছু ভুল থাকলেও বলুন। আমি ইতিবাচক মানুষ।’

s alam president – mobile

বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক বলেন, ‘ইতিহাস, রাজনীতি, সাহিত্যসহ সকল ক্ষেত্রে এক অগ্রসর জনপদ রাউজান। অনেক ইতিহাসের সূতিকাগার রাউজান। মাস্টারদা সূর্য সেন ও কবি নবীন সেন, কবি মাহবুব উল আলম চৌধুরীসহ অনেক গুণীজন এই রাউজানের সন্তান। দৈনিক আজাদী ও দৈনিক পূর্বকোণ দুটি পত্রিকার প্রতিষ্ঠাতাও রাউজানের। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়ন অভূতপূর্ব। হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান। এমপি ফজলে করিম সাহেবের কাছে আমার অনুরোধ–চট্টগ্রাম থেকে আশেপাশের এলাকায় ট্রেনগুলো যদি সচল করতে পারেন তাহলে শহরের ৩০ শতাংশ লোক প্রতিদিন নিজ বাড়ি থেকে আসা-যাওয়া করে অফিস করতে পারবে। মানুষের অনেক খরচ সাশ্রয় হবে। শহরে মানুষের চাপ অনেক কমবে।’

বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক পূর্বকেণ সম্পাদক ডা. ম রমিজউদ্দিন চৌধুরী বলেন, ‘সাংবাদিকদের কাজ জনপদের চাহিদা তুলে ধরা। রাউজানের এমপির চোখে পড়লেই তিনি কাজ করবেন। তিনি রাউজানের অভূতপূর্ব উন্নতি করেছেন। রাউজানের এমপি আমার শৈশবের বন্ধু। নিজের কাজের প্রতি তিনি অত্যন্ত নিবেদিত। তার আরও সাফল্য কামনা করছি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান সাংবাদিক পরিষদ চট্টগ্রামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী খান। স্বাগত বক্তব্য রাখেন রাউজান সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।

Yakub Group

অভিষেক ও সংবর্ধনা উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আলী ও সদস্যসচিব সৈয়দ আলমগীর সবুজ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যেদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু, রাউজান উপজেলার চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী এবং সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াছিন চৌধুরী।

এতে উপস্থিত ছিলেন কনফিডেন্স সিমেন্টের ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সাবেক সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী বাবুল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, রাউজান সমিতি দুবাইর সভাপতি খোরশেদ জামান ও প্রবাসী আওয়ামী লীগ নেতা শেখ নবী।

অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ–সভাপতি মোহাম্মদ মনজুর কাদের, সিইউজের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, প্রেস ক্লাবের সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীমকে সংবর্ধনা দেওয়া হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!