সাংবাদিক মারধরের ঘটনায় চবি উপাচার্যের সঙ্গে সিইউজেএনের সাক্ষাৎ

সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সাথে সাক্ষাৎ করেছেন চিটাগং ইউনিভার্সিটি এক্স জার্নালিস্ট নেটওয়ার্ক (সিইউজেএন) এর নেতৃবৃন্দ।

এ সময় উপাচার্যের পাশাপাশি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে ও প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুর সাড়ে ১২টায় চবি উপাচার্য ও প্রক্টর কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তারা।

s alam president – mobile

এসময় উপস্থিত ছিলেন সিইউজেএনের সভাপতি ও দৈনিক আমাদের সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান হামিদ উল্লাহ, সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকার ব্যুরো চিফ সবুর শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক হুমায়ুন মাসুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাসনীম হাসান, কার্যনির্বাহী সদস্য ইফতেখার ফয়সালসহ চবি সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান নেতারা।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার আজকেই (বৃহস্পতিবার) এই ঘটনার বিচারের ব্যাপারে আশ্বাস দেন।

অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘অনেক ব্যস্ততার মধ্যেও আমরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেছি। একদিনের মধ্যেই তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। ডিসিপ্লিনারি কমিটির সদস্যদের ডাকা হয়েছে, খুব দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্যই এ ঘটনায় বাদী হয়ে মামলা করবে।’

Yakub Group

প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, ‘তদন্ত কমিটি গতকাল (বুধবার) রাতেই প্রতিবেদন জমা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এতো দ্রুত প্রতিবেদন জমা আগে হয়নি। উপাচার্য মহোদয় খুবই গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছেন। শুধু সাংবাদিক না, একজন সাধারণ শিক্ষার্থীকে নির্যাতন করা হয়েছে ভেবে ঘটনার বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে চাই আমরা।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!