s alam cement
আক্রান্ত
৫৩৭৫৩
সুস্থ
৪১৪৫৩
মৃত্যু
৬২৬

সাগরিকা মোড়ে ট্রাক চাপায় সাইকেল আরোহী নিহত

0

চট্টগ্রাম নগরীর সাগরিকা মোড়ে ট্রাক চাপায় রামকৃষ্ণ শর্মা (৪৯) এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত রামকৃষ্ণ সাতকানিয়া উপজেলার ধর্মপুর বনিকপাড়ার মৃত পরশুরাম শর্মার ছেলে।

শনিবার(১২ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রামকৃষ্ণ আকিজ গ্রুপে সেলসম্যানের চাকরি করতেন।

নিহতের ভাইপো অ্যাডভোকেট অশেষ রাম শর্মা জানান, আমার চাচা সাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে আসা একটি ট্রাক সাইকেলকে ধাক্কা মেরে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলেও আর বাঁচানো সম্ভব হয়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া বলেন, রামকৃষ্ণ নামে এক্সিডেন্টের এক রোগীকে দুপুর ১টায় হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশটি মর্গে আছে।

বিএস/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm