সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চান্দগাঁওয়ে

চট্টগ্রাম নগরীতে মো. খোকন নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় খোকনকে।

গ্রেপ্তার খোকন চান্দগাঁও থানার পূর্ব ফরিদারপাড়া এলাকার শাকিল কলোনির মৃত আব্দুল মান্নানের ছেলে।

Death Anniversary Samata

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, চান্দগাঁও থানার এক মামলায় মো. খোকন নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন আদালত।

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!