সাতকানিয়ার মাদার্শায় আবদুল মান্নান মাদ্রাসায় বই বিতরণ উৎসব

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শার আধুনিক দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ইকরা তালিমুল কুরআন আবদুল মান্নান ইবতেদায়ী নুরানী মাদ্রাসায় ২০২৩ শিক্ষাবর্ষের বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীদের মাঝে উৎসবের আমেজে বই বিতরণ করা হয়েছে।

সাতকানিয়ার মাদার্শায় আবদুল মান্নান মাদ্রাসায় বই বিতরণ উৎসব 1

বাংলাদেশ সরকারের সহকারি অ্যাটর্নি জেনারেল এডভোকেট মির্জা শোয়েব মুহিতের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে দুই শতাধিক ছাত্রছাত্রীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক ছাত্রছাত্রী ছাড়াও অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Death Anniversary Samata

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হোসাইন মারুফ ইমতিয়াজ।

অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ জাহেদ। এতে আরও বক্তব্য রাখেন মাদার্শার শিক্ষানুরাগী ইউপি মেম্বার মোহাম্মদ হারুন ও জামাল হোসেন।

উল্লেখ্য, সাতকানিয়ার মাদার্শা গ্রামে আধুনিক এই দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যে এটি কৃতিত্বপূর্ণ ফলাফল দিয়ে শিক্ষানুরাগী মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!