চট্টগ্রামের সাতকানিয়ায় শফিকুল ইসলাম রাহী দাখিল মাদ্রাসার বার্ষিক সভা ও ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় সাতকানিয়া উপজেলাধীন খাগরিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আশরিয়া গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক মোহাম্মদ আক্কাছ উদ্দিন, ফ্যাস্টিভা কোকারিজের সত্বাধিকারী এমএ আলম, ওমান কিং জালান গ্রুপের চেয়ারম্যান আবদুল মান্নান সিআইপি, অ্যাডভোকেট রিদোয়ানুল হক, রুকন উদ্দিন আজম, আহমদুর রহমান স্মৃতি সংসদের সভাপতি হাবিবুর রহমান, খাগরিয়া প্রবাসী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের সাধারণ সম্পাদক আবু ছালেহ মাহী, চেরাগী পাহাড়ের ফুল ব্যবসায়ী শহিদুল ইসলাম, রাজনীতিবিদ জসিম উদ্দিন সওদাগর ,আবদুর রহিম সওদাগর।