s alam cement
আক্রান্ত
৪৫৭০৮
সুস্থ
৩৪৯৫২
মৃত্যু
৪৩৭

সিকদার ফাউন্ডেশন শতাধিক পরিবারকে দিল খাদ্যসামগ্রী

0

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নে শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছে সিকদার ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রবাসী মান্নান সিকদারের সহযোগিতায় শুক্রবার (১৬ এপ্রিল) বিকালে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এতে চাল, ডাল, তেল, ছোলা, চিনি, পেঁয়াজ, সেমাই, নুডুলস ও চিড়াসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছিল।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া বণিক সমিতির সভাপতি মহিউদ্দিন চৌধুরী বাচ্চু, ফাউন্ডেশনের উপদেষ্টা বশির আহমদ সিকদার, কবির আহমদ সিকদার, রফিক আহমদ সিকদার, শফিক আহমদ সিকদার, ফাউন্ডেশনের চেয়ারম্যান সাত্তার সিকদার, মহাসচিব সাদ্দাম সিকদার, ফাউন্ডেশনের কার্যকরি পরিষদ সদস্য ওসমান সিকদার, সাজিদ সিকদার, হাসান সিকদার, রিফাত সিকদার, সানজিদ সিকদার নাকিব, হুজাইফ সিকদার কাইফ।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও লোহাগাড়া বণিক সমিতির অর্থ সম্পাদক সাত্তার সিকদার জানান, প্রথম ধাপে শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে এ সংখ্যা আরো বাড়ানো হবে। করোনার পরিস্থিতি পরিবর্তন না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবে।

Din Mohammed Convention Hall

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm