চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এক বৃদ্ধা ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।
দুর্ঘটনা ঘটে সীতাকুণ্ড পৌর সদরের ইয়াকুবনগর এলাকায়। সিলেটমুখী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই নারী নিহত হন।
পুলিশ নিহত বৃদ্ধার নাম-পরিচয় জানতে পারেনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

