সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো দোকানে, নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাটিয়ারী ইউনিয়নের বিএম গেইট এলাকায় এক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতর ঢুকে গেছে। এতে ঘটনাস্থলে মো. বুলবুল মিয়া নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

নিহত মো. বুলবুল মিয়া নেত্রকোনা জেলার কেন্দুয়ার বাসিন্দা। আহতদের পরিচয় জানা যায়নি।

শনিবার (১২ আগস্ট) সকাল ৮টার দিকে বিএম গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বারো আউলিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ মিয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, শনিবার ৮টার দিকে চট্টগ্রামমুখী লেনে চাঁদনী নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেরিন মেশিনারিজের দোকানে ঢুকে পড়ে। এতে চাপা পড়ে এক যাত্রী নিহত হন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বাসের নিচে চাপা পড়া ওই যাত্রীর লাশ উদ্ধার করি আমরা। তবে আহতদের কাউকে পাওয়া যায়নি। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা তাদের বিভিন্ন হাসপাতালে তাদের পাঠিয়ে দিয়েছে। লাশটি বার আউলিয়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএমই/এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!