সেহেরির পর কাভার্ড ভ্যান চালক স্বামীকে বিদায় জানাতে এসে ছিনতাইকারিরা অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নেয় গৃহবধূর টাকা ও মোবাইল। ঘটনার পর পরই গৃহবধূ নুর জাহান বেগমের অভিযোগ পেয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে চার ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ।
গ্রেপ্তার ৪ ছিনতাইকারি হলো- মো. আরিফ (২৪), মো. জসিম উদ্দিন (২০), মো. সাইফুল (২১) ও মো. মামুন হোসেন (৩০)।
সোমবার (১৯ এপ্রিল) বায়েজিদ থানার আরেফিন নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২০ এপ্রিল) থানা থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার (১৯ এপ্রিল) রাত সাড়ে চারটার দিকে সেহেরি খাওয়ার পর নুরজাহান বেগম তার স্বামী কাভার্ড ভ্যান চালক মো. লাল মিয়াকে বিদায় জানাতে বায়েজিদ বোস্তামি থানার আরেফিন নগর এলাকার সাউদার্ন ইউনিভার্সিটি এলাকায় আসেন। এসময় চার ছিনতাইকারি অস্ত্রের মুখে জিম্মি করে নুর জাহানের সাথে থাকা ১৩ হাজার ১৫০ টাকা ও ১টি মোবাইল ছিনিয়ে নেয়। ঘটনার পর নুরজাহান বায়েজিদ বোস্তামী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগর ভিত্তিতে অভিযান চালিয়ে আরেফিন নগরসহ বিভিন্ন এলাকা থেকে চার ছিনতাইকারিকে গ্রেপ্তার করে নগদ ৩ হাজার টাকা ও মোবাইল সেটটি উদ্ধার করা হয়েছে।
সিএম/এসএ