এশিয়ার একমাত্র কার্প জাতীয় প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদায় মা-মাছ নমুনা ডিম ছাড়ার পর যে কোন মুহূর্তে ডিম ছাড়া ছাড়তে পারে। নৌকা ও ডিম সংগ্রহের সরঞ্জাম নিয়ে নদীতে অপেক্ষা করছেন ডিম আহরণকারীরা। হালদায় ডিম সংগ্রহ কার্যক্রম দেখতে হালদা পাড়ে আসলেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।
বুধবার (২৬ মে) বিকেল ৫টায় তিনি হাটহাজারী ১০ নম্বর উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সির হাট এলাকায় এ পরিদর্শন করেন।
পরিদর্শননে তিনি হালদায় মা-মাছে ডিম সংগ্রহে উপজেলা প্রশাসনের তৎপরতা, কার্যক্রম ও সহযোগিতাসহ সার্বিক কার্যক্রমের খোঁজ খবর নেন। এসময় তিনি আলাদা পাড়ের ডিম সংগ্রকারীদের সাথে কথা বলেন। উপজেলা প্রশাসনের ডিম আহরণ, পোনা পোটানো ও ডিমের কুয়ার কার্যক্রমের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেন।
পরিদর্শনকালে তিনি হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনকে অতীতের মত হালদার ব্যাপারে যে কোন সহযোগিতায় এগিয়ে আসার নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, হালদা রিসার্চ সেন্টারের সমন্বয়ক ড. মনজুরুল কিবরিয়া, ৯ নম্বর গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরওয়ার মোর্শেদ তালুকদার, ১০ নম্বর উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর মোর্শেদ চৌধুরী প্রমূখ।
সিএম/এসএ