s alam cement
আক্রান্ত
৪৩১৮৮
সুস্থ
৩৪৫৪৬
মৃত্যু
৪০৬

হিমছড়ি সৈকতে ভেসে উঠল বিশালাকার মৃত তিমি

0

কক্সবাজার সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভ সংলগ্ন হিমছড়ি পয়েন্টে ভেসে ওঠেছে বিশালাকার মৃত তিমি। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে মরা-পঁচা তিমিটি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে স্থানীয় পুলিশ, উপজেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে তিমিটি উদ্ধার করেন।

তিমিটি অনুমান ৭ বছর বয়সী এবং ৪২ ফুট দীর্ঘ হবে বলে ধারণা স্থানীয় জেলেদের। লকডাউনের কারণে সাগরে মাছধরার ট্রলার বন্ধ। তাই তিমিটি সহজেই তীরে ভেসে এসেছে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা। বাংলাদেশের জলসীমায় সাধারণত, এত বিশালাকার তিমির দেখা মেলে না। শান্ত সাগরে কিভাবে এটি তীরে ভিড়লো? বিশেষজ্ঞরাই আসল রহস্য বের করতে পারবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিমিটির পেছনের দিকের অংশে বড় ধরনের ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে গভীর সাগরের কোথাও এটিকে শিকারীরা হত্যা করেছে কিংবা জাহাজের প্রলেপের আঘাতে তিমিটি মারা যেতে পারে৷ পরে ভাসতে ভাসতে হিমছড়ি সৈকতে এসেছে। মৃত তিমিটি থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়ানোর কারণে ধারনা করা হচ্ছে তিমিটি আরো কয়েকদিন আগে মারা পড়েছে।

সিএম/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm