হেফাজতে ইসলাম বাংলাদেশের দেশব্যাপী ডাকা হরতালে বন্দরনগর চট্টগ্রামে রোববার (২৮ মার্চ) সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় আজ যানবাহনের সংখ্যা কিছুটা কম। অন্যদিকে, রাস্তায় দেখা যায়নি হরতাল আহ্বানকারীদের।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ-র্যাবের পাশাপাশি মাঠে রয়েছেন বিজিবি সদস্যরা। যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে বলা হয়েছে।
সকালে নগরের বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল করলেও সংখ্যায় ছিল কম। দূরপাল্লার যাত্রীদের বাস কাউন্টারে অপেক্ষা করতে হচ্ছে। এছাড়া হাটহাজারী এলাকায় কওমী মাদরাসার ছাত্ররা রেললাইনের স্লিপার তুলে ফেলায় নাজিরহাট-দোহাজারী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে যান চলাচল। অফিস পাড়ায় কাজকর্ম স্বাভাবিক। তবে এখনও অবরুদ্ধ খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক।
তবে এদিন চট্টগ্রাম থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। ট্রেন ও বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ১২টা) কোথাও কোনো অপ্রীতিকার ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরও রাস্তায় নামতে দেখা যায়নি।
অন্যদিকে, এই হরতালকে লজ্জার হিসেবেও দেখছেন হেফাজতে ইসলাম নেতাদের কেউ কেউ। তারা বলছে, পরিকল্পনা অনুযায়ী কোন সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে না বলে হরতালে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে হেফাজতের এক নেতা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, দুর্বল নেতৃত্বেই আজকের হরতাল ব্যর্থতার নমুনা হিসেবে দেখা উচিত। এখান থেকেই শিক্ষা না নিলে ভবিষ্যতে হেফাজতে ইসলাম অস্তিত্বও হারাতে পারে।
তবে হরতালকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ, র্যাব, বিজিবির সদস্যরা। এদিকে পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা বন্দরনগরীর বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে।
চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকাসহ নগরের বিভিন্ন এলাকায় অবস্থিত তৈরি পোশাক কারখানাগুলোতে কাজ চলছে। এছাড়া চট্টগ্রাম বন্দরের সকলপ্রকার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে, চট্টগ্রামের হাটহাজারী-খাগড়াছড়ি সড়ক এখনও মাদরাসাছাত্রদের দখলেই রয়েছে। সড়কের ওপর বাঁশ ও ইটের ব্যারিকেড দিয়ে তারা রাস্তায় অবস্থান করছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন ওই সড়ক দিয়ে যাতায়াত করা নাজিরহাট, খাগড়াছড়ি ও রামগড়ের যাত্রীরা।
হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, ‘উপজেলার প্রায় সব সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে হাটহাজারী-খাগড়াছড়ি সড়ক এখনও মাদরাসা শিক্ষার্থীদের দখলে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভ থেকে ঢাকা, হাটহাজারী ও ব্রাক্ষ্মণবাড়িয়ায় সংঘর্ষে হেফাজতে ইসলামের কয়েকজন কর্মী নিহত হওয়ার ঘটনায় রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় সংগঠনটি। তাদের ডাকা হরতালে সমর্থন দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনসহ বেশ কিছু ইসলামী দল।
এমএহক