১২ হাজার লিটার ভোজ্যতেল মজুদ করে জরিমানা খেল ২ প্রতিষ্ঠান

0

চট্টগ্রাম নগরীর সল্টগোলা ক্রসিং এবং মাইলের মাথা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অবৈধভাবে ১২ হাজার লিটার ভোজ্যতেল মজুদ করার অপরাধে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (১৫ মে) এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, সম্প্রতি সময়ে দেশের কিছু অসাধু ব্যবসায়ী চক্র ভোজ্যতেল অবৈধভাবে মজুদ করে রেখে সংকট সৃষ্টি করেছে। এছাড়া দাম বৃদ্ধির গুজবসহ অসৎ উপায়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। একইসঙ্গে তেলের দাম অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। র‌্যাব চট্টগ্রামের বিভিন্ন বাজারে কতিপয় অসাধু মজুতদার ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে।

র‌্যাব চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকার মেসার্স আসআদ বাণিজ্যালয় এবং শহরের মাইলের মাথা এলাকার মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স নামক দুইটি দোকানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেসার্স আসআদ বাণিজ্যালয়কে অবৈধভাবে মজুদ ৬ হাজার ১২০ লিটার ভোজ্যতেল উদ্ধার করা হয়। একইসঙ্গে জরিমানা করা হয় ২ লাখ ৫০ হাজার টাকা।

অপর প্রতিষ্ঠান মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের মালিককে ৬ হাজার ১২০ লিটার ভোজ্যতেলের ক্রয় ভাউচার দেখালেও পরবর্তীতে তেলের বিক্রয় এবং মজুদ সংক্রান্ত ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি। তাকেও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm