২৪ জুয়াড়ি ধরা পড়লো বাকলিয়া পুলিশের হাতে

0

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার মিয়াখান নগরের সাবান কারখানা এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ২৪ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় বাকলিয়া এলাকার ওই এলাকার জাফর হাজীর কলোনিতে অভিযান চালায় বাকলিয়া থানা পুলিশ।

আটককৃতরা হলেন- মো. রবিউল হাসান ওরফে পাখি (৩৮), মো. ইব্রাহিম (২২), মো. জাবেদ (২১), মো. শাহ আলম (৫২), মো. আনোয়ার হোসেন ওরফে জামাল (৩২), মো. শাকিল (২০), মো. জাহাঙ্গীর (২৩), মো. বাদশা প্রকাশ বাসানী (৩৪), মো. জাহাঙ্গীর (৩০), মো. শরীফ (২৫), মো. ইমন (২২), মো. জুয়েল (২১), মো. খোকন মিয়া (৪৮), মো. আরিফ (২০), মো. ফারুক (৩৩), মো. সাগর (২২), মো. আবু (২১), মো. ওসমান (২১), মো. কামাল (৪৭), মো. বাকের (৩৮), মো. জাবেদ (৩০), মো. রুবেল (২৬), মো. ফাহাদ (২৬) ও মো. টিপু সুলতান (২০)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, ‘জুয়া খেলার সরঞ্জামসহ ২৪ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তাসের তিনটি বান্ডিলসহ নগদ প্রায় সাড়ে ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার জাফর হাজীর কলোনিতে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা টাকার বিনিময়ে জুয়া খেলার কথা স্বীকার করেছে।’

আরএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm