সাতকানিয়ার খাগরিয়ায় স্বতন্ত্র প্রার্থীর উপর হামলা, শিশুসহ গুলিবিদ্ধ ৬

0

চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রচারণায় হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এতে এক শিশু, নারী, বৃদ্ধসহ অন্তত ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

এ ঘটনায় আহত শিশুর নাম মো. মারুফ (১০)। খাগরিয়ার ৫ নম্বর ওয়ার্ড এলাকার মো. এয়াকুবের ছেলে সে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে খাগরিয়া ইউনিয়নের জোড়ার কুল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জোড়ার কুল এলাকায় সকাল ১১টার দিকে মোটরসাকেল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন নির্বাচনী অফিস উদ্বোধন করতে এসেছিলেন। এ সময় ওই এলাকায় তাদের উপর হামলা হয়। শোনা যায় বেশ কয়েক রাউন্ড গুলির আওয়াজও। এ সময় ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে এক শিশুকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে স্থানীয়রা দোহাজারী হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে সাতকানিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মাহবুব বলেন, ‘খাগরিয়া এলাকায় সমস্যা হয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।’

নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেনের অনুসারীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন।

তিনি এ বিষয়ে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বৃহস্পতিবার সকালে জোড়ার কুল এলাকায় গণসংযোগের সময় নৌকা প্রার্থী আক্তার হোসেনের লোকজন আমাদের উপর হামলা চালায়। তারা এ সময় গুলিও ছুড়ে। এ সময় এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।’

তিনি বলেন, ‘আমাকে কোথাও তারা নির্বাচনী অফিস করতে দিচ্ছে না। আমাদের উপর গত তিন দিন ধরে হামলা হচ্ছে। প্রতিটি ঘটনা সাতকানিয়া থানার ওসি মহোদয়কে জানানো হয়েছে। আক্তারের লোকজন বিভিন্ন জায়গায় আমার অফিস গত তিন ধরে ভাঙচুর করছে। আমার লোকজনকে শুরু থেকে মারধর করছে। আমি এ বিষয়ে গত রাতেও সাতকানিয়া থানার ওসি মহোদয়কে লিখিত এজাহার দিয়ে এসেছি।’

এ বিষয়ে নৌকা প্রার্থী আক্তার হোসেনের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। কিন্তু শিশু গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে কিছু জানেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোর বাজারে অফিস উদ্বোধনের নামে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন কয়েকশ’ লোক দিয়ে আমার বাড়িতে হামলা চালায়। তারা এলাকার লোকজনের উপরও হামলা চালায়।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm