দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় ৫০০ শয্যার একটি সরকারি বিশেষায়িত নতুন হাসপাতাল নির্মাণের জন্য দ্বিতীয় বারের মতো স্থান পরিদর্শনে করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।
শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিনখাইন এলাকায় সম্ভাব্য স্থান পরিদর্শন করেন তিনি।
কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন এলাকায় একটি বিশেষায়িত হাসপাতাল করার জন্য স্থানটি পরিদর্শন করা হয়েছে বলে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে।
এ সময় স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা মূল্যায়ন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এছাড়া আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পরিকল্পনা ও অগ্রগতির বিষয়ে দিকনির্দেশনাও দেন তিনি।
এসময় উপদেষ্টার সঙ্গে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমা, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস, পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব, পটিয়া থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান, কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, ব্যাসায়ী আবদুস সালাম, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর।
এর আগে গত ১৬ মার্চ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন আইডিয়াল হাই স্কুলের পাশে তিন একর জায়গায় নতুন হাসপাতালটি নির্মাণ করার স্থান পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা।
এসময় চিটাগাং আইডিয়াল উচ্চ বিদ্যালয় কর্তপক্ষ ১ একর জায়গা, স্থানীয়রা ১ একর জায়গা দিবেন বলে জানিয়েছিলেন। বাকি ১ একর জায়গা স্থানীয়দের কাছ থেকে কিনে নিয়ে এ হাসপাতালটি করার জন্য উদ্যোগ নেওয়া কথা হয়েছিল।
ডিজে