পটিয়ায় এক বিক্রয়কর্মীর টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়েরের তিন ঘণ্টার মধ্যে চিহ্নিত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ও নগদ টাকা এবং ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি ও সিএনজি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ।
গ্রেপ্তার তিনজন হলেন—উপজেলার জিরি ইউনিয়নের সাইঁদাইর এলাকায় নবাব মিয়ার ছেলে তৌহিদুল ইসলাম(২৪), একই এলাকার মৃত মতিউর রহমানের ছেলে রবিউল হাসান সাগর(২২) ও মফিজের ছেলে মো নজরুল ইসলাম(২৪)। সংঘবদ্ধ এ ছিনতাইকারী চক্রটি আশপাশের বিভিন্ন এলাকায় দিনদুপুরে চাকু ও ধারালো অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে মানুষের সর্বস্ব লুটে নেয়।
পটিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জিরি ইউনিয়নের সাঁইদাইর এলাকার কেডিএস দীঘি সংলগ্ন আশা এনজিও অফিসের সামনে ম্যাক ডিস্ট্রিবিউশন নামের একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি মিল্টন সেনকে অজ্ঞাতনামা ৪ জন ছিনতাইকারী চাকু দিয়ে আঘাত করে এবং তার কাছ থেকে কোম্পানির সেলসের নগদ ১ লাখ ৬৪ হাজার ৫৩০ টাকা, ২টি স্মার্ট মোবাইল ও কোম্পানির মিনি প্রিন্টার ছিনতাই করে পালিয়ে যায়।
এ ঘটনায় মিল্টন সেন বাদি হয়ে শনিবার পটিয়া থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন। মামলা দায়েরের তিন ঘণ্টার মধ্যে গ্রেফতার হয় তিন ছিনতাইকারী।
পটিয়া থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদরর বিক্রয়কর্মীর দায়ের করা মামলায় শনিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিন ছিনতাইকারী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে দায় স্বীকার করেছে।
ডিজে