৯ বছর পর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার আনোয়ারায়

চট্টগ্রামের আনোয়ারায় দীর্ঘ ৯ বছর পলাতক থাকার পর ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. ইসহাক। তিনি ওই গ্রামের মৃত বদরুজ্জামানের ছেলে।

জানা গেছে, ২০১৩ সালে জুঁইদন্ডী ইউনিয়নে ডাকাতি করতে গিয়ে এক নারীকে ধর্ষণ করেন মো. ইসহাক। ওই ঘটনায় তার বিরুদ্ধে আনোয়ারা থানায় একটি মামলা হয়। ওই মামলার ওয়ারেন্ট হলেও তিনি পলাতক ছিলেন। দীর্ঘ ৯ বছর পর ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া থানায় ২০১৬ সালে তার বিরুদ্ধে স্থানীয় ব্যক্তি মো. কফিল হত্যার মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মো. হাসান বলেন, ‘নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ইসহাককে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে হত্যা মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল না।’

Yakub Group

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm