বন্দর থানা কৃষক দলের সহ-সম্পাদক মো. জসিমের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। জসিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিল বলে জানা গেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে নগরীর বন্দর থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হত্যার পরিকল্পনাকারী শ্রমিক দল নেতা ইব্রাহিম ফরাজিসহ আরও ১২ জনকে গ্রেপ্তার করে আইনের আনা এবং ফাঁসির রায় কার্যকর করার অনুরোধ জানান বক্তারা।
এছাড়া তিন মাসেও হত্যায় জড়িতদের গ্রেপ্তার না করায় ক্ষোভ ঝাড়েন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত জসিমের বড় ভাই ও মামলার বাদি আব্দুর রহিম সুমন, মো. বশির, আবু কালাম, আব্দুর রহমান সাদ্দাম, বিবি কুলসুম, কলি আক্তার, মো. হাসান করিম, মো. রাসেল, মো.সাগর, মো. হৃদয়, মো. আবু, মো. জিল্লু রহমান।