s alam cement
আক্রান্ত
৩৫১০৮
সুস্থ
৩২২৫০
মৃত্যু
৩৭১

আজকের মেয়েরা অনেক এগিয়ে, মহাকাশেও যাচ্ছে—বিজয় বসাক

স্বস্তির উদ্যোগে নারী দিবসে বর্ণাঢ্য আয়োজন খুলশীতে

0

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ‘স্বস্তি’।

সোমবার (৮ মার্চ) চট্টগ্রাম নগরীর উত্তর খুলশীতে ‘স্বস্তি’ প্রশিক্ষণ ফিল্ডে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজনের প্রথম অংশে ছিল লিও ক্লাব অব চিটাগং নিউ সিটির সহযোগিতায় মেডিকেল ক্যাম্প। বিকেলে শুরু হয় বর্ণাঢ্য র‍্যালি। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আলোকিত পাঁচ নারীকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর প্রদর্শন করা হয় স্বস্তির কার্যক্রম নিয়ে ডকুমেন্টারি। সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে তৈরি নাটক ‘মুক্ত কর ভয়’ প্রদর্শন ছিল এই আয়োজনের অন্যতম আকর্ষণ।

এরপর আন্তর্জাতিক নারী দিবস বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও স্বস্তির প্রতিষ্ঠাতা কাউসার জাহান চৌধুরী। তিনি বলেন, ‘আমি একজন নারী। প্রায় সবসময় ঘরের বাইরে আমাকে যেতে হয়। আমাদের জন্য নিজস্ব কোন গাড়ি থাকে না। বাধ্য হয়ে লোকাল বাস কিংবা টেম্পুতে উঠতে হয়। তখনই নানা বিড়ম্বনা মুখামুখি হতে হয়। সেজন্য আমি নিজে স্কুটি কিনে নিজে যাতায়াত করছি। তখন চিন্তা করছি আমার মত অন্য নারীদের কেন আমি প্রশিক্ষণ দিচ্ছি না।’

তিনি বলেন, ‘২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি ১০ জন অভিভাবককে নিয়ে শুরু করি ফ্রি স্কুটি প্রশিক্ষণ দেওয়া। তখন শুরু হয় নানা বাধা। আমাদের জন্য কোন মাঠে প্রশিক্ষণের অনুমতি দিচ্ছে না। সব দিকে বাধা দেওয়া হচ্ছে। পরিস্থিতি সামলে এখন স্বস্তি নারীদের বিশ্বাসের জায়গা অর্জন করেছে। প্রায় ৩ হাজার নারী এখন স্কুটি চালাতে পারে, এটাই আমার অর্জন।’

Din Mohammed Convention Hall

তিনি আরও বলেন, ‘স্বস্তি স্কুটি শিখানোর পাশাপাশি নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। হাতের কাজ, নার্সারীর কাজ শিখানো হচ্ছে। অসহায় মানুষের পাশে সবসময়ই স্বস্তি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপির উপ পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, ‘নারী এবং পুরুষ উভয়ই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সকল প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে সামনে দিকে এগিয়ে যাওয়া যায়। নারীদের সব পরিস্থিতি মোকাবেলা করার পরিবেশ তৈরি করে দিতে হবে। আমার মেয়েকে যদি কেউ কোনো কিছু করতে বাঁধা দেয়, তাকে সেটা করার জন্য আমি বেশি উৎসাহ দিয়েছি। আপনার মেয়েকে যদি পরিবেশ দেন, আপনার মেয়ে আপনার নাম অনেক উজ্জ্বল করবে। আজকে মেয়েরা অনেক এগিয়ে যাচ্ছে। মহাকাশেও যাচ্ছে। পৃথিবীর প্রত্যেকেটি উন্নয়নে মেয়েদের অবদান বেশি।’

অনুষ্ঠানে স্বস্তির উপদেষ্টা ও পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়াও বক্তব্য রাখেন।

এই সময় আরও উপস্থিত ছিলেন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলম, সংরক্ষিত মহিলা কাউন্সিল জেসমিন পারভীন জেসি, এডুকেশন কনসালটেন্ট মারসুমা মোরশেদ, খুলশী থানার ওসি মো. শাহীনুজ্জামান, পাঁচলাইশ আবাসিক এলাকার কল্যাণ সমিতির সভাপতি আবু সাইদ সেলিম প্রমুখ।

উল্লেখ্য, লোকাল বাস বা গাড়িতে উঠে নানা হয়রানির আগ্রাসন হাত থেকে রক্ষা পেতে নারীদের স্কুটি শিখিয়ে আত্নবিশ্বাসী ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে কাজ করে ‘স্বস্তি’।

আরএ/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm