চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে মো. ওসমান গণি নামের এক যুবকে মারধর করে টাকা লুট করার ঘটনা ঘটেছে। এঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় রোববার (১৩ এপ্রিল) রাত ৮টায় ভুক্তভোগী যুবক বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দি কিং অব আনোয়ারা কনভেনশন হলের সামনে এই ঘটনা ঘটে।
ঘটনার অভিযুক্তরা হলেন—বারখাইনের মো. এনাম উদ্দিন (৩০), মো. শওকত (৩৮) ও বৈরাগের মো. মালেক (৩৫), মো. হোসাইন (৩১), আবদুর রশিদসহ (৪৮) অজ্ঞাত ২০-২৫ জন।
৬ মিনিট ৩৩ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, বিভিন্ন বয়সের ১০-১২ জন মিলে একজনকে কিল-ঘুষি মারছে এবং সিএনজিতে ওঠানোর চেষ্টা করছে। এ সময় আশেপাশে কয়েকটি সিএনজি এসে দাঁড়ালেও কেউ যুবকটিকে রক্ষায় এগিয়ে আসেনি।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী মো. ওসমান গণি জানান, অভিযুক্ত আবদুর রশিদের সঙ্গে আমার মামা দেলোয়ারের একটি বিষয় নিয়ে ঝামেলা ছিল। যার জের ধরে আবদুর রশিদের নেতৃত্বে অভিযুক্তরা আমার ওপর হামলা করে। এসময় অভিযুক্ত মো. হোসাইন আমার পকেটে থাকা স্কেভেটরের ভাড়ার ৪৫ হাজার টাকা এবং মো. এনাম উদ্দিন আমার ব্যক্তিগত স্মার্ট মুঠোফোন নিয়ে নেয়।
তিনি আরও জানান, তাদের অনুরোধ করেছি যে, আমি পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম, আমার ওপর আমার পরিবার নির্ভরশীল, তাই তারা যাতে আমাকে না মারে। পরে তৎক্ষণাৎ ঘটনাস্থলে সেনাবাহিনী আসলে তাদের হাত থেকে আমি রেহাই পাই।
এবিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, এঘটনায় একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ডিজে