নিষেধাজ্ঞার পরও আহরণ, বাকলিয়ায় ১০০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ

চট্টগ্রামে ১ হাজার কেজি আহরিত সামুদ্রিক মাছ জব্দ করেছে নৌ পুলিশ। নিষেধাজ্ঞা থাকার পরও মাছ ধরায় দু’জনকে গ্রেপ্তার করা হলেও পরে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতুর শহরপাড় সংলগ্ন রাস্তা থেকে মাছগুলো জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. একরাম উল্লাহ।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি পুরাতন মিনি ট্রাক আটক করে। ট্রাকটিতে ২০টি প্লাস্টিক ড্রামে করে পাতামাছ, ডগা পোয়া, ছোট চিংড়ি, ফাইস্যা ও লইট্যা মাছ পাচার হচ্ছিল। প্রতিটি ড্রামে গড়ে ৫০ কেজি করে মোট ১ হাজার কেজি মাছ পাওয়া যায়। বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা।

পরে সামুদ্রিক মৎস্য অধিদপ্তর, স্থানীয় আড়ৎ মালিকদের উপস্থিতিতে এসব মাছ জব্দ করা হয়। খাবার উপযোগী হিসেবে ২০০ কেজি মাছ চিহ্নিত করা হয়, যা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। অন্যান্য মাছগুলো ধ্বংস করা হয়।

ওসি একরাম উল্লাহ জানান, সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ এর ৩ ধারায় মামলা করা হয় এবং মালিকপক্ষকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm