কক্সবাজারের উখিয়া কুতুপালং এলাকার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামিসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার তিনজন হলেন—নিহত মান্নানগং’র হত্যা মামলার প্রধান আসামি আবুল ফজল বাবুল (৩৭), মাহমুদুল হক (৩০) ও মো. রায়হান (১৯)।
শনিবার (২৬ এপ্রিল) রাত ৩টার দিকে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকা থেকে র্যাব-১৫ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
র্যাবের সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) আ ম ফারুখ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে পৃথক মামলা রুজু হয়। সেই মামলায় নিহত মান্নান, রওশন আরা, শাহীনা আক্তার নিহতের ঘটনায় তাদের পরিবার গত ৭ এপ্রিল উখিয়ায় থানায় মামলা দায়ের করেন। সেই মামলার ৩ আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
গত ৬ এপ্রিল উখিয়ার কুতুপালংয়ের পশ্চিম পাড়া এলাকায় ২০ শতক জমিবিরোধের জেরে আপন চাচাতো ভাইবোনদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রওশন আরা নামে আরও এক নারীর মৃত্যু হয়।
এ ঘটনায় মোট ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। তারা হলেন ওই এলাকার নাজির হোসেনের ছেলে মাওলানা আব্দুল্লাহ আল মামুন (৩৮), তার আপন চাচাতো ভাই মো. আব্দুল মান্নান (৩৬), মান্নানের বড় বোন শাহিনা আক্তার (৩৮), সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় মারা যান মান্নানের বোন রওশন আরা। নিহত মাওলানা আব্দুল্লাহ আল মামুন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব ও ৯ নম্বর ওয়ার্ড জামায়েত ইসলামীর আমীর। এই ঘটনায় উখিয়া থানায় পৃথক দুটি হত্যা মামলা রুজু হয়।
ডিজে