চট্টগ্রামের ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ডের উত্তর, দক্ষিণ ও পশ্চিম ধনিয়ালাপাড়া চান মিয়া বিল ইউনিটের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা সভা, ঈদ পুনর্মিলনী ও নববর্ষ উদযাপন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪টায় নগরের ধনিয়ালাপাড়ায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। তিনি বলেন, ‘তারেক রহমানের নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে—মানুষকে কষ্ট না দিয়ে ভালোবাসা দিয়ে নিজেদের সম্পৃক্ত করতে হবে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাটের কোনো রাজনীতি বিএনপিতে চলবে না।’
নিয়াজ মোহাম্মদ খান উল্লেখ করেন, ‘রাষ্ট্র সংস্কার একটি চলমান প্রক্রিয়া হলেও নির্বাচন অবধারিত এবং তা ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত।’
বিএনপি নেতা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন বিএনপি নেতা সিরাজুল মোস্তফা ও যুবদল নেতা ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল, বিএনপি নেতা রফিক মেম্বার ও আব্দুল হালিম।
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, তাদের মধ্যে ছিলেন—আব্দুল আজিম, আকবর কবির ডিউক, রফিকুল আলম, এএসএম নাসির, আনু নিয়া বাবুল, মো. ইসমাইল, শাহজাহান, শেখ মনির বাবুল, আব্দুল নূর, নেজামত আলী সরদার, মোহাম্মদ আলী সরদার, হাজী ইয়াসিন, মোহাম্মদ বারেক, মোহাম্মদ তারেক, মো. আলমগীর, মো. নাসির, কামাল, তাহের, নাছের, বক্কর, এডভোকেট আরিফ মঈনুদ্দীন, এডভোকেট আলমগীর, মো. শাহজাহান, লোকমান, আবুল কালাম আবু, আজিজুর রহমান ভুলু, মান্নান, মো. ইব্রাহিম, আবু নাছের, ইসারাত, সিরাজ ছিদ্দিকী, সুলতান আহমেদ ও মো. ইসলাম।
বক্তব্য রাখেন যুবদল নেতা মো. ইফাজ খান, মেহেদী হাসান রুবেল, আলমগীর, বাপ্পী, মুরাদ, মো. জনি, জসিম, মানিক গাজী, আজিজ, মাসুদ রানা, দেলোয়ার, সুমন, মাহবুব, হাসমত, মনির আহমদ, আইয়ুব, হাসান, জাহেদ, ইসমাইল ও শাহীন।
ডবলমুরিং থানা জাসাসের আহ্বায়ক বিপলু ও সদস্য তানভীর ও হাসান সভায় উপস্থিত ছিলেন।
এছাড়া মহিলা দলের নেত্রী নার্গিস আক্তার, মনোয়ারা, নুর জাহান, পাখি আক্তার, মমতাজ বেগম, সোনিয়া আক্তার ও ছেনোয়ারা বেগমসহ আরও অনেক নেতাকর্মী সভায় অংশ নেন।
এছাড়া বিএনপি, যুবদল, মহিলা দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় অংশ নেন।