উচ্ছিষ্ট মাংস বিক্রির জন্য ফ্রিজে সংরক্ষণ, জরিমানা গুনল লালখানবাজারের ‘লাহরী তাওয়া’

খাওয়ার প্লেটে উচ্ছিষ্ট মাংস আবারও বিক্রি করতে সংরক্ষণ করা হয় ফ্রিজে। এমন অনিয়মের অভিযোগে ‘লাহরী তাওয়া’ নামে একটি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর লালখানবাজার এলাকায় এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জানা গেছে, খাওয়ার প্লেটে উচ্ছিষ্ট মাংস আবারও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং বাসি খাবার বিক্রি করছিল লাহরী তাওয়া নামে একটি রেস্টুরেন্ট। অনিয়মের প্রমাণিত হওয়ায় ওই রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে নগরীর চৌমুহনী এলাকায় মেয়াদোত্তীর্ণ দই ও কেক বিক্রি করায় ‘ফারুকিয়া বেকারি অ্যান্ড সুইটস’কে ১৫ হাজার টাকা, একই অপরাধে সিজলকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক ফয়েজ উল্যাহ জানান, নানান অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৫৩ টাকা জরিমানা করা হয়েছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm