একদিনেই চট্টগ্রামে করোনা রোগী বাড়লো ৪ গুণ

0

একদিনের ব্যবধানে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ গুণ। আগেরদিন (রোববার) চট্টগ্রামে ৪ জনের দেহে করোনার জীবাণুর খোঁজ পেলেও এদিন সেটি বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। তবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই সময়ে কারও মৃত্যু হয়েনি।

এর মধ্য দিয়ে চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৫১২ জনে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ১৭৭ জন। বাকি ২৮ হাজার ৩৩৫ জন বিভিন্ন উপজেলার। এদের মধ্যে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৮ জনের।

সোমবার (২০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৬৬০ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হন। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় শূন্য দশমিক ৮৪ শতাংশ। আক্রান্তদের মধ্যে আটজন নগরের। উপজেলার ৬ জনের মধ্যে আনোয়ারায় ৩ জন, পটিয়ায় ১ জন, রাঙ্গুনিয়ায় ১ ও সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা ১ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে দুজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে তিনজন, অ্যান্টিজেন টেস্টে তিনজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে একজন, শেভরন হাসপাতাল ল্যাবে দুজন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে একজন এবং ইপিক হেলথকেয়ার ল্যাবে দুজনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হন।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm