মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের নয়জন নিহত হয়েছেন। এর মধ্যে ৮ জনই চট্টগ্রামের, যার সাতজনই সন্দ্বীপের বাসিন্দা। এ ঘটনায় গাড়ির বাংলাদেশি চালকও গুরুতর আহত হন।
বুধবার (৮ অক্টোবর) ওমানের স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে ওমানের রাজধানীর মাস্কাট থেকে ৬৫০ কিলোমিটার দূরবর্তী শহর দুকুম সিদরায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোট ১০ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী কনটেইনার ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অনেকের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।
নিহতরা হলেন— সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমিন সওদাগর, রকি, বাবলু ও শাহাবউদ্দিন, ৪ নম্বর ওয়ার্ডের আরজু, মাইটভাঙা ইউনিয়নের জুয়েল এবং রহমতপুরের রনি। দুর্ঘটনায় নিহত অন্যজন চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা আলাউদ্দিন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ওমানপ্রবাসী সন্দ্বীপের সজীব চৌধুরী জানান, ‘আমরা একই এলাকায় থাকি। প্রতিদিনের মতো তারা সাগর থেকে মাছ ধরে প্রাইভেটকারে ফিরছিলেন। ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অনেকের শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে।’
নিহতদের মরদেহ বর্তমানে দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওমানে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আসাদুল হক গণমাধ্যমকে জানান, ‘মোট নয়জন বাংলাদেশি দুর্ঘটনায় মারা গেছেন।’
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হতাহতরা সবাই সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনা ঘটে। গাড়িতে ১১ জন ছিলেন, ঘটনাস্থলেই ১০ জন মারা গেছেন। তাদের মধ্যে ৭ জনের বাড়ি সন্দ্বীপে।’
জেজে/ডিজে