৪ দিন ধরে বিকল ট্রলারে ভাসছিল ২৬ জেলে, উদ্ধার করলো নৌবাহিনী

মাছধরার ট্রলার বিকল হয়ে চারদিন ধরে সমুদ্রে ভাসছিল ২৬ জেলে। পরে বিপদ সংকেত দেখে তাদের উদ্ধার করেছে নৌবাহিনী।

মঙ্গলবার (৭ অক্টোবর) কক্সবাজার বাতিঘর থেকে প্রায় ২৭ নটিক্যাল মাইল দূর থেকে তাদের উদ্ধার করা হয়।

জানা গেছে, ২৬ জেলে নিয়ে ‘এমভি তাজমিনুর রহমান’ নামে ট্রলারটি মাছ ধরতে যায় সাগরে। পথে ইঞ্জিন বিকল হয়ে গেলে তারা সমুদ্রে ভাসতে থাকে। এভাবে চারদিন অতিবাহিত হয়। পরে জেলেদের বিপদসংকেত দেখে তাদের উদ্ধার করে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’।

নৌসদস্যরা উদ্ধার অভিযানে ২৬ জেলেকে নিরাপদে জাহাজে তুলে নেয়। পরে তাদের খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উদ্ধার শেষে নৌবাহিনী জেলে ও ট্রলারটি নিরাপদে তীরে পৌঁছে পরিবার এবং মালিক পক্ষের হাতে তুলে দেয়।

উদ্ধার হওয়া জেলেরা জানান, তারা ৩০ সেপ্টেম্বর সমুদ্রে মাছ ধরতে যান। কিন্তু ৩ অক্টোবর ফেরার পথে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর কয়েক দিন ধরে তারা সমুদ্রের ক্ষুধার্ত অবস্থায় ভেসে ছিলেন।

এএইচ/ডিজে

ksrm